সড়ক ও জনপথ বিভাগ সুত্র জানায় রাঙ্গামাটি ঘাগড়া বাঙ্গালহালিয়া বান্দরবান সড়কের ২য় কিমিটারে ৭কোটি ৪৬ লক্ষ ব্যয়ে ৪১ মিটার দীর্ঘ ও ১০.২৫ মিটার পিসি গার্ডার ব্রীজের বাংলাদেশ সরকার জিওবি ফান্ডের অর্থায়নে মেসার্স সেলিম এন্ড ব্রাদাস এই ব্রীজের নির্মাণ কাজ করে।
পার্বত্য অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ফলে পাহাড়ের মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন খাদ্য মন্ত্রনালায় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার। তিনি বলেন রাঙ্গামাটি সহ তিন পার্বত্য জেলার প্রতিটি সড়ক আজ মহাসড়েক রূপান্তর হচ্ছে। যত গুলো ঝুঁকিপূর্ণ বেইলী ব্রীজ ছিলো তা আজ নতুন ব্রীজ করা হয়েছে বলেও মন্তব্য করেন। ১৯ ডিসেম্বর সোমবার সকালে রাঙ্গামাটি ঘাগড়া বাঙ্গালহালিয়া বান্দরবান সড়কের ৪১ মিটার দীর্ঘ নান্দনিক সেতুর উদ্বোধন করতে গিয়ে খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি এ কথা বলেন। এই সেতু নির্মাণের ফলে রাঙ্গামাটি জেলার সাথে বান্দরবান জেলা ও রাঙ্গামাটি ২ টি উপজেলার সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছে। বাংলাদেশ সরকার জিওবি ফান্ডের অর্থায়নে ৭ কোটি ৪৬ লক্ষ টাকা ব্যয়ে এই ব্রীজ নির্মাণ করা হয়েছে।
আজ সকালে ব্রীজ উদ্বোধন করলে রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য অংসুছাইন চৌধুরী, রাঙ্গামাটি সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোফাজ্জল হায়দার, রাঙ্গামাটি নির্বাহী প্রকৌশলী মাহমুদ আল-নুর সালেহীন, উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আদনান ইবনে হাসান, রাঙ্গামাটির কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শামসুদ্দোহা চৌধুরী, ঘাগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে দীপংকর তালুকদার ব্রীজের ২ দিকে ২টি কৃষ্ণচুড়া গাছ রোপন করেন। ব্রীজ এর ফলক উম্মোচনের পর মুনাজাত পরিচালনা করেন এবিএম তোফায়েল উদ্দিন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস