২২ অক্টোবর জাতীয় নিরাপত্তা সড়ক দিবস ২০২২। এ উপলক্ষ্যে দিবসের শুরুতে তথা সকাল ১০ টায় বিআরটিএ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে র্যালী ও র্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহমুদ আলনূর সালেহীন এর নেতৃত্বে উক্ত র্যালী ও আলোচনা সভায় সড়ক ও জনপথ রাঙ্গামাটির সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ গ্রহণ করেন। আলোচনা সভায় অন্যতম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাহমুদ আলনূর সালেহীন, নির্বাহী প্রকৌশলী, সড়ক বিভাগ, রাঙ্গামাটি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস