সীমিত দরপত্র পদ্ধতিতে e-GP সিস্টেমে লটারির বিজ্ঞপ্তি
এতদ্বারা রাঙ্গামাটি সড়ক বিভাগাধীন পরিচালন (রাজস্ব) বাজেটের আওতায় অভ্যন্তরীন কার্যক্রয়ে (NCT-Works) e-GP প্রক্রিয়ায় সীমিত দরপত্র পদ্ধতিতে (LTM) আহবানকৃত দরপত্রে অংশগ্রহণকারী ঠিকাদারগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্ণিত LTM দরপত্র মূল্যায়নের লক্ষ্যে আগামী ০৬/০৩/২০২৩ খ্রীঃ তারিখ রোজ সোমবার বিকাল ৩.৩০ ঘটিকার সময় নির্বাহী প্রকৌশলী, সওজ সড়ক বিভাগ, রাঙ্গামাটি এর অফিস কক্ষে ইজিপি সিস্টেমে লটারী অনুষ্ঠিত হবে। উক্ত লটারি অনুষ্ঠানে রাঙ্গামাটি সড়ক বিভাগে সীমিত দরপত্র পদ্ধতিতে Enlisted এবং দরপত্রে অংশগ্রহণকারী ঠিকাদারবৃন্দকে/প্রতিনিধিগণকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস