সড়ক গবেষনাগারে বিভিন্ন উপকরণের পরীক্ষা করণের কাজ।সড়ক উন্নয়ন ও রক্ষনাবেক্ষনে ব্যবহৃত বিভিন্ন যানবাহন ও যন্ত্রপাতি ভাড়ায় সরবরাহ করণ।
সিটিজেন চার্টার
সড়ক ও জনপথ অধিদপ্তর
www.rhd.gov.bd
সড়ক বিভাগ, রাঙ্গামাটি
সড়ক ও জনপথ অধিদপ্তর সমগ্র বাংলাদেশের জাতীয়, আঞ্চলিক ও জেলা সড়ক ক্যাটাগরীতে মোট ২১,৫৭১ কিলোমিটার সড়ক, ১৮,২৫৮ টি সেতু/কালভার্ট এবং ৬৫টি ফেরী পয়েন্টের নিরন্তর উন্নযন ও রক্ষনাবেক্ষনের মাধ্যমে বাংলাদেশের জনগনকে সেবা প্রদান করে থাকে। রাঙ্গামাটি সড়ক বিভাগীয় অফিস ভবনটি রাঙ্গামাটি শহররে রিজার্ভবাজার সংলগ্ন পুরাতন র্কোট বিল্ডিং র্বতমানে র্পাবত্য চট্টগ্রাম উন্নয়ন র্বোড এর সন্নিকটে অবস্থতি। অফিস ভবনটি সেমি পাকা টিনশেড ঘর। ইহা র্পূবে চট্টগ্রাম সড়ক বিভাগের অধীনে ছিল। ১৯৫৯ সালে রাঙ্গামাটি সড়ক বিভাগের র্কাযক্রম শুরু হইয়াছে। র্বতমানে অত্র সড়ক বিভাগের অধীনে ৪ (চার) টি উপ-বিভাগীয় অফিস রয়েছে। যথাঃ- ১) সড়ক উপ-বভিাগ-১, রাঙ্গামাটি ২) সড়ক উপ-বভিাগ-২, রাঙ্গামাটি। ৩) চন্দ্রঘোনা সড়ক উপ-বভিাগ, রাঙ্গামাটি। ৪) ১ম সারি কারখানা উপ-বিভাগ, রাঙ্গামাটি। অত্র সড়ক বিভাগের মোট সড়ক ২৪২.৭৫ কিমিঃ।তন্মধ্যে ১টি জাতীয় মহাসড়ক, দৈর্ঘ্য ৪৭.০০ কিমিঃ, ২টি আঞ্চলিক মহাসড়ক দৈর্ঘ্য ৭১.২৫ কিমিঃ এবং ৪টি জেলা মহাসড়ক দৈর্ঘ্য ১২৪.৫০ কিমিঃ রয়েছে। ইহা ছাড়া ঘাগড়া-চন্দ্রঘোনা-বান্দরবান সড়কের ১৬ তম কিমিঃ-তে একটি ফেরী রয়েছে।
সড়ক ও জনপথ অধিদপ্তর প্রদত্ত বিভিন্ন সেবা
ক) সড়ক নির্মান ও রক্ষনাবেক্ষন সরঞ্জাম/যন্ত্রপাতি অধিদপ্তরের কাজের বাইরেও জনসাধারনের ব্যবহারের জন্য নির্দিষ্ট হারে ভাড়ায় প্রদান।
খ) সড়ক নির্মানের বিভিন্ন উপকরন ও নির্মান সামগ্রী নির্ধারিত ফি এর মাধ্যমে সড়ক গবেষনাগারে পরীক্ষাকরন।
গ) আরএইচডি ট্রেনিং সেন্টার, মিরপুরে সওজ অধিদপ্তরের প্রকৌশলীদের প্রশিক্ষনের পাশাপাশি ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট, ফিন্যান্স ও কম্পিউটার বিষয়ের উপর ব্যক্তিগত কিংবা প্রতিষ্ঠানগত ইচ্ছুক শিক্ষার্থীদের নির্দিষ্ট ফি পরিশোধের মাধ্যমে প্রশিক্ষন প্রদান।
ঘ)সিএনজি ফিলিং ষ্টেশন/রুপান্তর কারখানা এবং পেট্রোল/ডিজেল পাম্প স্থাপন, আবাসিক/বানিজ্যিক/শিল্প কারখানার জন্য প্রবেশ পথ এবং সামাজিক বনায়ন ও মৎস্য চাষের জন্য সড়ক ও মহাসড়কের পার্শ্বের সরকারী জমি স্বল্প ও দীর্ঘ মেয়াদে লীজ প্রদান।
ঙ) সড়ক ও জনপথ অধিদপ্তরের মালিকানাধীন সাময়িক অব্যবহৃত ভূমি অস্থায়ী ভিত্তিতে ইজারার অনুমতি প্রদানের ব্যবস্থা গ্রহণ।
চ) সওজ অধিদপ্তরের অনুন্নয়ন রাজস্ব বাজেটের আওতায় সড়ক উন্নয়ন, রক্ষনাবেক্ষন, পিএমপি (সড়ক) ও পিএমপি (ব্রীজ/কালভার্ট) ইত্যাদি এর কর্মসূচী প্রনয়ন ও উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট প্রেরন।
ছ) বিভিন্ন অভিযোগ গ্রহন ও পরামর্শ প্রদানসহ কার্য্যকরি ব্যবস্থা গ্রহন।
সড়ক ও জনপথ অধিদপ্তরের ওয়েব সাইট : www.rhd.gov.bd
রাঙ্গামাটি সড়ক বিভাগের ই-মেইল ঠিকানাঃ- eeranga@rhd.gov.bd
দপ্তরের নাম |
টেলিফোন নম্বর |
ফ্যাক্স নম্বর |
নির্বাহী প্রকৌশলী, সওজ, সড়ক বিভাগ, রাঙ্গামাটি |
০৩৫১-৬২১০১ |
০৩৫১-৬৩৬৫১ |
আরোও যে সকল সেবা আমরা দিয়ে থাকিঃ-
ক্রঃ নং |
সেবার নাম |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/ কর্মচারী |
সংক্ষেপে সেবা প্রদানের পদ্ধতি |
সেবা প্রাপ্তির প্রয়োজনীয় সময় |
সংশ্লিষ্ট আইন/ বিধি/নীতিমালা
|
নির্দিষ্ট সেবা পেতে ব্যর্থ হলে পরবর্তী প্রতিকারকারী কর্মকর্তা |
০১. |
সরঞ্জাম ও যন্ত্রপাতি ভাড়ায় প্রদান |
নির্বাহী প্রকৌশলী, সওজ
|
সড়ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণ সরঞ্জাম/ যন্ত্রপাতি ভাড়ায় ব্যবহারের জন্য সাধারণ জনগণ আবেদন করলে সরঞ্জাম/যন্ত্রপাতির প্রাপ্যতা ও প্রত্যাশী ব্যক্তি/সংস্থার উপযুক্ততা যাচাই করা হয়। যাচাই-এ সঠিক তথ্য পাওয়া গেলে আবেদনকারীকে সরকারি নির্ধারিত হারে ফি জমা দিতে বলা হয। অত:পর উপ-বিভাগীয় প্রকেৌশলীর মাধ্যমে সরঞ্জাম/ যন্ত্রপাতি আবেদনকারীকে বুঝিয়ে দেয়া হয় |
৩-৫ দিন ; সরঞ্জাম/ যন্ত্রপাতির ধরণ অনুযায়ী ৩,০০০/- থেকে ১০,০০০/- টাকা পর্যন্ত
|
সড়ক বিভাগ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত সওজ এর নীতিমালা/ সার্কুলার মোতাবেক |
সংশ্লিষ্ট সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী |
০২. |
উৎসে কর কর্তন প্রত্যয়ন পত্র |
* নির্বাহী প্রকৌশলী, সওজ * সংশ্লিষ্ট বিভাগীয় হিসাব রক্ষক
|
নির্বাহী প্রকৌশলী, সওজ এর কার্যালয়ের অন্তর্গত উন্নয়নমুলক কাজ সমাপ্তির পর সংশ্লিষ্ট ঠিকাদার কর্তৃক কাজের সনদ প্রাপ্তির জন্য সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী, সওজ এর কার্যালয়ে আবেদন করতে হয়। প্রয়োজনীয় যাচাই বাচাই করে সম্পাদিত কাজের অভিজ্ঞতার সনদ প্রদান করা হয়। |
৬-৭ দিন; কোন ফি প্রদান করার প্রয়োজন নাই
|
সওজ এর নিজস্ব নীতিমালা |
সংশ্লিষ্ট তত্ত্বাবধায়ক প্রকৌশলী, সওজ |
ক্রঃ নং |
সেবার নাম |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/ কর্মচারী |
সংক্ষেপে সেবা প্রদানের পদ্ধতি |
সেবা প্রাপ্তির প্রয়োজনীয় সময় |
সংশ্লিষ্ট আইন/ বিধি/নীতিমালা
|
নির্দিষ্ট সেবা পেতে ব্যর্থ হলে পরবর্তী প্রতিকারকারী কর্মকর্তা |
০৩. |
সড়ক নির্মাণের বিভিন্ন উপকরণ ও নির্মাণ সামগ্রী সড়ক গবেষণাগারে পরীক্ষাকরণ |
পরিচালক, সড়ক গবেষনাগার
|
নির্বাহী প্রকৌশলী, সওজ এর কার্যালয়ের অন্তর্গত উন্নয়নমুলক কাজ সমাপ্তির পর সংশ্লিষ্ট ঠিকাদার কর্তৃক কাজের সনদ প্রাপ্তির জন্য সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী, সওজ এর কার্যালয়ে আবেদন করতে হয়। প্রয়োজনীয় যাচাই বাচাই করে সম্পাদিত কাজের অভিজ্ঞতার সনদ প্রদান করা হয় |
৩-৫ দিন ; ২৫০/- খেকে ১০,০০০/- |
সড়ক বিভাগ, যোগাযোগ মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত সওজ এর নিজস্ব নীতিমালা। |
অতিরিক্ত প্রধান প্রকৌশলী, সওজ, টেকনিক্যাল সার্ভিসেস উইং |
০৪. |
সিএনজি ফিলিং স্টেশন ও পেট্রোল পাম্প স্থাপন এবং আবাসিক/ বাণিজ্যিক প্রতিষ্ঠান প্রবেশ পথের অনুমতি প্রদান |
১। নির্বাহী প্রকৌশলী, সওজ ২। উপ-বিভাগীয় প্রকৌশলী, সওজ |
সংশ্লিষ্ট প্রত্যাশী ব্যক্তি বা সংস্থা কর্তৃক প্রয়োজনীয় দলিলপত্রসহ আবেদনের প্রেক্ষিতে প্রবেশ পথের জায়গা পরিদর্শন করে বিস্তারিত নকশা প্রণয়ন করা হয়। সড়ক নিরাপত্তাসহ সম্ভাব্য সামাজিক সমস্যার বিষয়াদি বিবেচনা করে বিস্তারিত প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়। মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্তির পর নির্ধারিত ফি জমা প্রদান সাপেক্ষে প্রবেশ পথের অস্থায়ী অনুমতি প্রদান করা হয়। |
৩০-৪০ দিন ; কাজের প্রকৃতি এবং পরিমানের উপর ভিত্তি করে নির্ধারিত পরিমান |
সড়ক বিভাগ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত সওজ এর নীতিমালা/ সার্কুলার মোতাবেক |
সচিব, সড়ক বিভাগ, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় |
০৫. |
সামাজিক বনায়ন ও মৎস্য চাষের জন্য জমি লিজ প্রদান |
১। নির্বাহী প্রকৌশলী, সওজ ২। উপ-বিভাগীয় প্রকৌশলী, সওজ |
সামাজিক বনায়ন ও মৎস্য চাষের জন্য সড়ক ও মহাসড়কের পার্শ্বের সওজ মালিকানাধীন সরকারি অব্যবহৃত জমি স্বল্প ও দীর্ঘ মেয়াদে ব্যক্তি বা সামাজিক প্রতিষ্ঠানের আবেদনের প্রেক্ষিতে লিজ প্রদান করা হয়। সড়ক নিরাপত্তাসহ সম্ভাব্য সামাজিক সমস্যার বিষয়াদি বিবেচনা করে বিস্তারিত প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়। মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্তির পর নির্ধারিত ফি জমা প্রদান সাপেক্ষে অস্থায়ী লিজ প্রদান করা হয়। |
৩০-৪০ দিন ; জমির পরিমান ও ব্যবহারের ধরনের উপর নির্ভর করে সরকার নির্ধারিত হার
|
সড়ক বিভাগ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত সওজ এর নীতিমালা/ সার্কুলার মোতাবেক |
সচিব, সড়ক বিভাগ, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় |
০৬. |
সম্পাদিত কাজের অভিজ্ঞতার সনদ প্রদান |
১।সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী, সওজ ২। সংশ্লিষ্ট বিভাগীয় হিসাবরক্ষক |
নির্বাহী প্রকৌশলী, সওজ এর কার্যালয় এর অন্তর্গত উন্নয়ন মুলক কাজ সমাপ্তির পর সংশ্লিষ্ট ঠিকাদারকৃত কাজের সনদ প্রাপ্তির জন্য সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী, সওজ এর কার্যালয়ে আবেদন করতে হয়। প্রয়োজনীয় যাচাই বাচাই করে সম্পাদিত কাজের অভিজ্ঞতার সনদ প্রদান করা হয়। |
৫-৬ দিন ; কোন ফি প্রদান করার প্রয়োজন নাই
|
সওজ এর নীতিমালা |
সংশ্লিষ্ট তত্ত্বাবধায়ক প্রকৌশলী, সওজ |
০৭. |
সওজ’র কার্যক্রম সম্পর্কে তথ্য প্রদান |
নির্বাহী প্রকৌশলী, সওজ এর কার্যালয় |
কোন উপযুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের আবেদনের প্রেক্ষিতে তথ্য অধিকার আইনের আলোকে প্রকাশযোগ্য তথ্য প্রদান করা হয়ে থাকে। |
৩ দিন ; তথ্য অধিকার আইন, ২০০৯-এর বিধান মতে |
তথ্য অধিকার আইন, ২০০৯ |
সংশ্লিষ্ট তত্ত্বাবধায়ক প্রকৌশলী, সওজ |
০৮. |
সওজ এর সড়ক কাটার অনুমতিপত্র প্রদান |
১। নির্বাহী প্রকৌশলী, সওজ ২। উপ-বিভাগীয় প্রকৌশলী, সওজ |
সংশ্লিষ্ট প্রত্যাশী ব্যক্তি বা সংস্থা কর্তৃক আবেদনের প্রেক্ষিতে বিস্তারিত নকশা প্রণয়ন ও যাচাই বাছাই শেষে ফি নির্ধারন করা হয়। ফি পরিশোধ সাপেক্ষে অনুমতি প্রদান করা হয়ে থাকে। |
১৫ দিন ; কাজের প্রকৃতি এবং পরিমানের উপর ভিত্তি করে নির্ধারিত পরিমান |
সওজ’র রেট সিডিউল মোতাবেক কর্তনকৃত সড়ক পূর্বাবস্থায় ফিরিয়ে আনা |
সংশ্লিষ্ট তত্ত্বাবধায়ক প্রকৌশলী |
০৯. |
ঠিকাদার / সরবরাহকারী নিবন্ধন |
১। সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী, সওজ ২। সংশ্লিষ্ট বিভাগীয় হিসাবরক্ষক |
প্রতি বছরে নির্ধারিত সময়ে আবেদনকারী আবেদন করবেন। প্রয়োজনীয় কাগজপত্র এবং তথ্য যাচাই করে নিবন্ধন প্রদান বা নবায়ন করা হয়ে থাকে।
|
৭-৮ দিন ; ঠিকাদার ক্যাটাগরীর উপর ভিত্তি করে নির্ধারিত পরিমান |
সওজ এর নীতিমালা |
সংশ্লিষ্ট তত্ত্বাবধায়ক প্রকৌশলী, সওজ |