১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে রাঙ্গামাটি সড়ক বিভাগ এর পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিবসের শুরুতে বঙ্গবন্ধু ম্যূরালে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে সওজ কলেজগেইটস্থ সওজ সভাকক্ষে শোক সভা তথা আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রাঙ্গামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সড়ক সার্কেল এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোফাজ্জল হায়দার। অনুষ্ঠানে সড়ক বিভাগের কর্মকর্তা ও কর্মচারিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে জাতির জনক ও তাঁর শাহাদাত বরণকৃত পরিবারের আত্নার মাগফেরাত কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়। দুপুরে এতিমদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস