Title
Inauguration of the newly constructed gate and formal farewell ceremony for outgoing Executive Engineer Mahmud Alnoor Salehin and welcome ceremony for new Executive Engineer Sabuj Chakma.
Details
রাঙ্গামাটি সড়ক বিভাগ এর নব নির্মিত গেট উদ্ভোধন করা হয়। উদ্ভোধন করেন রাঙ্গামাটি সড়ক সার্কেল এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোফাজ্জল হায়দার। সংগে ছিলেন সদ্য বিদায়ী নির্বাহী প্রকৌশলী মাহমুদ আলনুর সালেহীন এবং নবাগত নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা। (৩১/০৭/২০২৩)
পরে সড়ক সার্কেলের কনফারেন্স রুমে বিদায়ী নির্বাহী প্রকৌশলী মাহমুদ আলনুর সালেহীনকে আনুষ্ঠানিকভাবে বিদায় এবং নবাগত নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমাকে বরণ অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সড়ক সার্কেল এর
তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোফাজ্জল হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোসলেহ উদ্দিন আহম্মদ চৌধুরী, খাগড়াছড়ি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান ও কারখানা বিভাগের নির্বাহী প্রকৌশলী সিফাত আফরিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদনান ইবনে হাসান, উপ-বিভাগীয় প্রকৌশলী, রাঙ্গামাটি।