Title
New Executive Engineer of Rangamati Road Division Sabuj Chakma lays wreaths at Shaheed Minar and Bangabandhu Mural before starting government activities.
Details
রাঙ্গামাটি সড়ক বিভাগ এর নবাগত নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা সরকারী কার্যক্রম শুরুর আগে (০১/০৮/২০২৩খ্রিঃ) সকাল ৯.৩০টায় রাঙ্গামাটি সড়ক বিভাগের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদেরকে নিয়ে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন। পুস্পস্তবক অর্পন শেষে জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া করা হয়।
পরে বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মুড়ালে পুস্পস্তবক অর্পন করা হয়। সেখানেও জাতির জনকের আত্নার মাগফেরাত কামনা ও বর্তমান সরকারের সফলতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।