Wellcome to National Portal
Main Comtent Skiped

Image
Title
Sabuj Chakma, the new Executive Engineer of Rangamati Road Department, held an exchange meeting with all levels of officers and employees before the official start of the office.
Details

রাঙ্গামাটি সড়ক বিভাগ এর নবাগত নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা আনুষ্ঠানিকভাবে অফিসের কার্যক্রম শুরুর আগে (০২/০৮/২০২৩খ্রিঃ) সকাল ১০.০০টায় রাঙ্গামাটি সড়ক বিভাগের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদেরকে এক মত বিনীময় সভা করেন। ব্যাতিক্রমধর্মী এ সমাবেশে স্বতস্ফুর্তভাবে সকল কর্মকর্তা এবং অধিকাংশ কর্মচারী তাদের মূল্যবান মতামত ব্যক্ত করেন এবং এ ধরণের পরিচিতি ও মতবিনীময় সভা সকলের জীবনের প্রথম অভিজ্ঞতা বলে উল্লেখ করেন। সভায় নবাগত নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা স্যার অত্যন্ত মূল্যবান বক্তব্য প্রদান করেন এবং তাঁর উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে আলোকপাত করেন।